সব কিছুই তো জীবনের ত্যাগ করেছি,
হারিয়েছি জীবনের অনেকটা পথ,
বাস্তবতার নতুন জয়রথ,
নদীর ধারা বয়ে গেছে দূর-দূরান্তে,
আমি রয়েছি একা, একান্তে।
তারপর হেঁটে চলেছি, কিছুটা পথ
তাঁকে খুজবো বলে, তাঁকে পাবো বলে,
পেতে পারতাম, পাইনি
কারণ
অসময়ে হেঁটেছি বালির উপরে,
ঢেউ উঠেছে, মিলিয়েছে
দারুর বোতল অস্বচ্ছ করেছে ভারতকে।
আর আমি নাবিক হয়েছি অন্য দেশে
জীবনের মেকওভার করবো বলে