সংক্রান্তি তিথি আসে,
আবার চলেও যায়।
তবু নবান্নের গন্ধ রইবে আমার শরীর জুড়ে।
টুসু উত্সব আমি না করলেও থাকবে তার রেশ
এখনও ভাল লাগে নারীর গৃহবধূর বেশ।
হয়তো একদিন
সবটাই সাহিত্য বন্দী হয়েই থেকে যাবে


তখনও কেউ পড়ছে জসীমুদ্দিন,
সংক্রান্তি শীতের গুড় জাল দেওয়া,
পিঠে পুলি তখন জাদুঘরে মিলবে
আর আমরা বেঁচে থাকবো বাংলা প্রজন্ম
মেশিনে বানানো পিঠে পুলি
আর
কৃত্রিম বাঙালী হয়ে