দাড়িয়ে আছিস তুঁই
এখনও কত শত আবদার নিয়ে রয়েছিস দাড়িয়ে,
ক্লান্ত পথিককে দেখে ভাবছিস, জল দিয়ে সাহায্য করবি।
ভেবেই ফেলেছিস, নতুন কিছু হবে।
কিন্তু নতুন কিছু তো এভাবে হয় না।
নতুন কিছু করতে গেলে, তাকে ভালবাসতে হয়
লালন করতে হয়, আরও অনেকটা কাল।
কালযাপন কিনা জানি না,
ভাবতেই হয়, নতুন ভাবে।


তাই কি হবে জানি না,
জানব বলে বোঝার চেষ্টাও করি না।
শুধু বুঝতে পারি – আজও দাড়িয়ে আছিস তুঁই।
আকরে ধরতে চাইছিস আমায়,
বুঝতেই পারছি।
শুধু যা বুঝতে পারছি না,
কেন আজও আমার জন্য
এই জীবনের মধুযাপন।
আর আমি অপেক্ষা করছি,


তোমার চাহুনির জেদে - নতুন কিছু করবই।