অপব্যবহার করছি ক্ষমতার রাজনীতি,
নিজেদের ভাবছি মহান অসুর,
দেবীতো মমতাময়ী,
তাই নিয়ে ক্ষমতায় এসে
চলছে ..... অনন্ত চেতনা।


খারাপ লাগে, অস্তিত্ব নেই আমার-
এই পৃথিবীতে সাধারণ কবির মতনই
- কারওর সম্মান নেই।
গরীবের সেই সম্মান কোনও দিনও কি ছিল?
জানি না।
নারীদের নগ্ন করে পেটাচ্ছে পুলিশ,
বিচুটি ঘষছে নির্মম,
দেখছে সমাজতন্ত্রের শাসক বিরোধী উভয়।
আসলে মজা লুঠতে ভালবাসে।
ভালবাসি খবর দেখতে
খবর হতে নয়।


খবর হলেই আন্ধা কানুনের কাছে যাই
নষ্ট করি জনসাধারণের কোটি কোটি টাকা,
আসলে এই হিসেব তো দিতে হয় না।
রানী যেদিন গদি হারাবে,
সেই দিন রাস্তার বাস্তবতা বুঝবে,
আর হাসতে হাসতে কাঁদবে অনেকটা সময়।
কিন্তু
আজকে যাঁদের ক্ষতি হচ্ছে,
তারা কি নিয়ে বাঁচবে?
জানি না।
তাই মিথ্যা আশ্বাস দেব না।
বলব
ঘুরে দাড়াও, প্রতিবাদের সময় এসেছে।
পিঠ ঠেকেছে দেওয়ালে
অনৈতিকতার বিরুদ্ধে আজকে লড়াই
সততা, সভ্যতা প্রতিষ্ঠা করতে হবে
না হলে পিকে শিখবে কি?