মজা আনন্দ করব বলে-এক রকমের আনন্দ পাই
আনন্দ পাই চুরি করবো তোর হৃদয়
হাতড়েছি কুয়াশায়, তারপর হাঁটবো না পথ ধরে,
হাঁটবো না পথের মাঝে, নিদারুণ যাতনায়।
সংঙ্ঘবদ্ধ হতে চাই রোজ,
গড়তে চাই না, গড়া ইমারত
নতুন এক ভাবনার জন্ম দিতে চাই,
স্বপ্নকেই নিয়ে হাঁটতে চাই সম্পূর্ণ পথ।


ধীরে ধীরে ভাবনার স্নিগ্ধতা ছড়িয়ে পড়বে
অন্ধকারে যখন কাঁদবো,
একটি শিশু অথবা মাতার হাত ছুঁয়ে দেবে আমার মাথায়
জয় তিলক
আর সৃষ্টি হবে সত্যিকারের কবিতা