প্রভাব থাকবে জীবনের
লুচি আলু যাই খাই না কেন ?
নতুন বছর, নতুন ভাবনা
টোকা মারে, টনক নড়ে
তাই তো অবাক লাগে লুকোচুরি
আজব নীরবতা গ্রাস করে বোকামাথা
একটু ঘুমোতে ইচ্ছা করে
মুখ লুকিয়ে রাখতে ইচ্ছে করে
ধীরে ধীরে নেতা মন্ত্রী সার্কাসের খাচায়
বিল্ডিং খুব নিশ্চিদ্র নিরাপত্তা,
এসকর্ট করা হচ্ছে হেভিওয়েটদের
হাসি পায় এই জিলিপির প্যাঁচ
কি করে হজম করব?
কিভাবে আস্ফালন করব?
এই দুনিয়া, এই ভাবনায় অন্য রাজ্যে
ট্রেন থেমে নামতেই চাওয়ালা
হেসে বলল –
ক্যালকেতে বাঙালী চোর
আজ চুরি না করেও, হেও হতে হচ্ছে
এই নীতির রাজতন্ত্র চাই না
সময়ের সদ্ ব্যবহার কর না
এভাবে – দাদা, দিদি...