শেষ বয়সে নানা কথার আশ্রয়হীন আশা
কেবল আমি বেঁচে আছি- দুর্ভাগ্য ভালবাসা।


এমনটাই তো ভাবতে পারে বৃদ্ধজন
কোথায় সব হারিয়ে গেল আমার স্বজন।


স্থবির এক সর্বস্বতা, স্থবির পৃথিবী।
হয়ে যাচ্ছে কি –গম্ভীর আবৃত্তি?


হাঁটছি, হাঁটছে জীবন কথা,
জমছে, গভীর হয়ে আমার মনের ব্যথা,


ঘটছে নতুন দিনের নতুনত্ব সম্প্রচার
এটাই জীবন, জীবনের অভিসার।