বন্দনা আর বসন্তদিন, বাংলা শিক্ষার সর্বোচ্চ ঋণ
থেকে যাব অনন্তকাল বন্দিত তোমায় নিয়ে,
দিয়ে যাব অনেক অভিজ্ঞতা, ভাবনা নিয়ে
আবার আসবে শিক্ষার প্রকৃত চেতনা
সরস্বতীর আর্শীবাদ পাবে ভিন্ন ভিন্ন সময়
অসংখ্য বাঙালী, শুধু উত্তরোত্তর বাংলার উত্তরণ।
শিক্ষায় বেনোজল চাই না।
চাই মানবিকতার সাফল্য,
বাঙালীর ভ্যালেন্টাইন্স ডে-তে হোক কলরব নয়,
চাই সর্মপিত চেতনার শৃঙ্খল।
সবকিছু স্বাধীনতার মাঝে, গোপনে
আসুক গুরুজনের প্রতি সম্মান, আর নিগূঢ় চেতনা
রামধনুর মতন বসন্তে ছড়িয়ে পড়ুক বন্দনা
আর বাংলার বুকে লিখব
স্বপ্নময় এক কবিতা – আবার...