আসুক যা হতে পারে, শুধু নিস্তরঙ্গ
অভিশপ্ত রাত চলে গেলে ভাল হতো,
কিন্তু ফিরে আসছে তাই, যা চাই না।
কি চাই না, জানি না আমি, জানি শুধু ভালোবাসতে।
কেউ তো ভালবাসে না। কেউ তো বোঝে না।
শুধু বোঝে নতুনত্ব দিশার আধার।
যেটি হতে পারত, তা হল না।
হয় না। এই রাতের মায়াবি নেশা-কাটে না।
বিস্তর চলতে থাকে আলিঙ্গন।
কখনও ছায়া, কখনও ঐকান্তিক অনুভূতি।
তবু ফিরে আসে না জীবন্ত একরাশ চেতনা
হারিয়েছে সব। হারিয়েছে মায়া। .
তাই আজ বেঁচে থাকি, বেঁচে আছি
অমরত্বের জীবন্ত অনুশাসনে, ভালবেসে।
পাই না, পাই নি। অনুসূচনা নেই।
থাকব জীবন্ত অনুভূতির অভিশ্রুতি।
বেঁচে থাকার আজীবন নৈশ অভিপ্রায়
অভিশপ্ত- নাকি অনুরক্ত।
ভাললাগে তাই স্বপ্ন বিছানায় ভাবতে –
এটাই ভালবাসা।