নিস্তব্ধ একটি ক্লিক, কথা বলে জড়তাও
প্রাণ পায় ছবির কথা, মিশে যায় দুঃখ ব্যথাও।
ভাল লেন্স নয়, ভাল চোখের আগায়
সমস্তটাই ভেসে বেড়ায়, পুনরায়।
আলো আর সন্ধিক্ষণের নিঃশ্বাস,
বেচে থাকার পড়ন্ত বিশ্বাস।
ভাবনা লেশহীন এক মূঢ়তা ঘেরা পাখি
ঠিক সেখানেই দেখেছিলাম, তোমার আখি।
দীর্ঘ সময় ধরে চলেছে দীর্ঘ যাত্রা,
আজকের ছবি পেয়ে যাবে নতুন মাত্রা।
তুমি তো তখন ছন্দ খুজছো আমার ঠোটে,
আমি তখন দেখছি, কিভাবে সূর্য ওঠে।
সুন্দর এক চাহুনিতে আমি বিহ্বল
আর তুমি, প্রকৃতিকে ধরতে চাইছো প্রবল।


ছবির কথা, ছবি বোঝে না
প্রাণের ব্যথা, কেউ খোঁজে না,
নিত্য নতুন চলতে থাকা দিক্ দর্শন
স্থির ছবির মধ্যেই রয়েছে পৃথিবীর সমস্ত আকর্ষণ।


যেদিন প্রথম ক্যামেরা এলো, রব তুলেছিল চিত্রকর
এই মাধ্যমটি অন্য, অনন্য, নতুন এক আকার।


সকলে যদি এই নিশ্চুপ প্রতিভাকে করে সমাদর,
পৃথিবীর বুকে লেখা হবে-নতুন সৃষ্টির আকার।