যতই দূরত্ব-হোক
আধুনিক হোয়াটস আপ
পেন দিয়ে লিখিতে হয় না
কতটা পরিস্কার আমরা
কথোপকথন পাল্টেছে।
বাঙালী তুমিও কি পাল্টেছো?
কতটা?


এবার ওয়াই-ফাই শহর
আধ-পেটা বাঙালীর শবর
রানী রাখে না খবর
হাওয়াই চটি পায়ে-দামী নীল পার শাড়ী-লাগছে জবর।


সত্যি বাঙালী পাল্টেছো
মেরুদন্ডহীন প্রতিবাদহীন সেই নেতাজীর বাঙালী
বিবাদী বাগ কাঁদছে আজ রাতে
তোমাকে ধর্ষণ করবে তোমার আত্মা...
বিদায় সত্য জীবনযাপন, বিদায়