আমার স্বপ্নের বোগোল ছিড়ে গেছে
কনুইতে চোট তাই আইসক্রিম পার্লারে বসে
ভালবাসাবাসি কিছুটা জুটলো না নশ্বর পরিবেশে।
তবু মেতেছে জীবন, প্রশ্ন ম্যানেজমেন্ট পড়ে শিক্ষক
হাসতে না জানলেও হাসুক, কমলা সরকার আর জনতা কারিগর।
আমি তো জান্তব নই। আমি তো মানুষ।
জেনে নিয়েছি কথাগুলো, জেনে নিয়েছি আইন
সফলতা-বিফলতা কিছুই হল না পূর্ণ
মলের থেকে বেরিয়ে ভারার শূন্য।
আবার ঠকিয়ে ঠকিয়ে বড়লোক হতে চাওয়া
রাতের বিছানায় কুড়িয়ে কাঁচিয়ে পাওয়া
মন থেকে সেই আদর করে না কেউ
আইসক্রিম না পেয়ে বেবি কাঁদছে ভেউ ভেউ


তবু আশালতা জাগে মনে
তবু নতুন কিছু তো করব
বাংলা আর কলম থাকলে হাতে
রবীন্দ্রকে বেঁচে নতুন পৃথিবী গড়ব।
ধীরে ধীরে আসছি আমরা আবার
ধীরে ধীরে মিলিটারি থমথমে
তোমরা বাবু কবিতা পড়ছো না
হাতে গেলাম, ফাটাফাটি ফুটবলের নামে
কি পেয়েছো ? হারিয়েছো ঢের বেশি
যেমনটি চেয়েছো পাওনি তা কখনও
পাবে না হয়তো আর কোনও দিন
শুধু থেকে যাবে দেওয়া নেওয়ার মাঝে
মানুষ পশুর অনেকটা ঋণ
যারা বলে চলে জঙ্গী জীবন ভালো
জেহাদ ডাকবো আল্লার মসনদে।
তাদেরকে বোঝাবো নিরীহ আর্মি স্কুলের শিশুরা
তোমাদেরও যে আগে মাম্মি বলেই ঢাকে
আত্মাটাকে শুদগ্ধ করতে হবে,
আত্মাটাকে দিতে হবে মুক্তির আলো
এই লেখা পড়ে যাদের চোখে জল
জানবে তাঁরা কখনই হবে না ভাল