অনেকটা দূরত্ব,
দু প্রান্তে দুটি সম্পর্কের আগে
বলছে ফিরে আসতে – ফাঁকা লাগে।
চোখের জল কাছের মানুষকে বোঝায়
আকাশের সূর্য প্রভাতে আভায় -
স্বাধীনতার পতাকা উড়ছে,
যুগল সম্পর্ক কাঁদছে-হাসছে।
বলছে কথা – শব্দের তরঙ্গ
তবু কথায় উঠে আসা সত্য-ভঙ্গ
এখনও কেউ বলছে –
আমি তোমায় ভালবাসি।
থাকব যুগ যুগান্ত কাছাকাছি।