দ্রুত বাড়ি ফেরার ইচ্ছা – রোদ্দুর মাথা ব্যাথা
তাই তো রাতের ফুঁচকা – কেমন যেন
মুহূর্ত হারায় নীরবে দূরে একান্তে।
তুমি সেখানে দাড়িয়ে আছো, আধো-আলো অন্ধকারে।
একান্তে – নিশব্দ এক বিপ্লবের স্লোগানে।
বলতে পারো আমি ভুল।
ধনী  ওয়েল ইস্টাব্লিশ বিপ্লবী হবে কেন!
সে যে আমার মনের অহংকার, রাজকুমার
এসব ফেলে দেওয়া কবিতার পাতা নয়,
কেবল আমার মন্টেসরির শিশু
আর আমি ভবিষ্যতের নতুন সূর্যের
স্বপ্নপূরণের ম্যাডাম।