সন্ধ্যা নামছে আবার ফিরছে পাখিরা ঘরে,
স্মৃতির আবহ তোমার জীবন্ত নদীর তোরে।
ভেসে চলেছে বেহুলা তুমিও খুঁজছ তাকেই,
সুজনে পাল তোলা দেখবে দূরে আমাকেই।


এরপর হেঁটেছি পথ, তুমিও পেরিয়েছো নদী,
গাঙ্গ চিল, শালিকের জয়রথ থেমে গেছে নিরবধি।
সুযোগ হয়নি আর কোনদিন তোমায় দেখার
স্নেহ ভরা শীতলতার জীবনের রঙ মাখার।


নামছে আধার আসতে সুযোগ্য হওয়ার লড়াই
ইচ্ছা করছে ভাসতে প্রকৃতিতে থাকে তারাই।
সুযোগ্য দিন গঠনপালা মনের দরজায় তালা
তবুও স্বপ্ন আসে মুক্তি চায় মুক্তজন
জালে মিন চাষে হচ্ছে দিনযাপন।


তারাও তো শহুরে রয়েছে আধুনিকতার ছোয়া
পথঘাট পাল্টে বনবাদারে উন্নতির লেগেছে হাওয়া।
চুড়ান্ত সেই পথজুড়ে চুড়ান্ত নাগরিক আলো
আমার অক্সিজেন সুরে তোমরাও থেকো ভালো।