সারা শরীর তোমার শীতের ঔরস,
বনলতায় জীবন্ত হিমেল পরশ,
স্নিগ্ধ হচ্ছে তোমার দেহ-মন-স্তন,
অনুভূতি করেছো অসাধারণ
শীতলতায় এসেছে ভালোবাসা,
জীবন প্রত্যাশা,
আর নাম না করা কিছু রঙ,
ওইসব মুচ্ছর্নার ঢঙ,
দিনের আলো শেষ হবে,
কে জানে কবে,
আবার দেখবে চাঁদের জ্যোত্স্নাস্খলনে
ঝুড়ি ফুলের সৌন্দর্যের চলন।
অনেক বন্য হাওয়া আসবে নেবে,
কিছুটা সুখ দেবে,
তারপর চলে যাবে স্মৃতির গভীরে,
রয়ে যাবে চাঁদের জ্যোত্স্না হিমঝুড়ির অন্তরে,
চিরযৌবন