ট্রায়াল রুমে সেলফি
ঠাকুরের সামনে তুলতে চাওয়া সেলফি
কোনোটাই তুলতে পারা যায় না, তুলতে হয়।
সেন্টু দিস্ না, ভাল লাগে না ন্যাকামো।
তবু আমার - ভাল লাগে এসব শুনতে।
যেমন দেরি করে আসা, ভুবনমোহিনী হাসি
রাগ হলেও বলতে পারি না কিছু – ইচ্ছা প্রত্যাসী।
সুন্দর লাগে ঝুম্পির – লাল ঠোটের মাঝে ফুঁচকা খাওয়া
অফুরন্ত জীবনে এটাই একমাত্র পাওয়া।


জীবন্ত কোলাহলে আধুনিকতা,
তবু আমি একা, বড় একা
বুঝতে দেব না, গলগ্রহ নই
ভাল কিছু করার চেতনা।
এগিয়ে চলা পথে, সময়ের অস্তিত্ব
বাস্তবতার মাঝে ভাবনার মাহাত্ম্য।
স্বপ্নপূরণ করার আগেই পূর্ণ হওয়া জীবন
এই সময়টা এভাবেই করেছি আপন।


এলো চুলে উড়ে চলা মাদকতা,
সিমলা, রোটাং, কলকাতার ভোর, রাতের শ্যামবাজার বাটা।
মনে পড়ে যায় অতীত থেকে বর্তমান,
জীবনের এটাই সময়, এসো সকলে করি আনন্দম।