অনেক দেশের জন্য রক্ত ঝড়েছে,
কিন্তু প্রথম বাংলা ভাষা রক্ষার্থেই বীর যোদ্ধারা প্রাণ দিয়েছে।
এ এক অবাক ইতিহাসের ভোর।
অন্য ভাষার আগ্রাসন থেকে বাঁচিয়ে রাখার ঘোর।
তাই আমি তোমাদের বাংলা কবি,
তুলে ধরতে চাই নতুন ছবি।
(১)
আজ আমি তোমায় মালা পড়াব,
ভয় পেলে?
এ মালা যে বর্ণ-মালা।
বাংলা ভাষার আত্মিক হৃদয় নিঙরানো চেতনা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হোক সকলের প্রেরণা।
যতই আধুনিক হও,
আমরা বাংলায় বাঁচি যেন চিরকাল।
ধীরে ধীরে এক ভাবনার জন্ম হোক,
আনন্দ বেদনা বিরহ সংকটে বাংলাই খুলে দিক চোখ।
(২)
অন্য বসন্তের সামনে দাড়িয়ে,
ভাষায় ভাষায় দুহাত বাড়িয়ে,
মা বলতে শিখেছি।
অ আ ক খ – বলেছি।
সেই বাংলা মা আজও থাকে দাওয়ায় বসে
শকুনিদের পুড়িয়ে দেয় স্নেহের রোদে
ফিরে পেতে চাই অশ্রু বোনা মায়ের আচল,
নজর লাগতে দেয় না মমতাময়ী কাজল।
তবু সময়টা অতি আধুনিক কাল
সময়টা ২০১৫ –অন্য ছন্দের তাল,
আমরা অন্যরকম ভাবে বাঙালী
আমরা উত্সবের কাঙালী।
গর্ব করি সংস্কৃতি নিয়ে
শাশ্বত বাংলায় সকলে নেবে মানিয়ে,
সাদা কালো পরে আমরা উপলব্ধি করছি,
দূরদর্শনে অনুষ্ঠানে বিশ্বকে ধরছি,
আমি তো শুধু ছায়ায় বসতে চেয়েছি,
আমি তো শুধু ভাবতে চেয়েছি,
আমি বাংলায় মা বলি,
আমি বাংলায় হাই তুলি।
তাই আজ
পবিত্র কাজ,
ভাষা শহীদদের করি স্মরণ
বাংলা ভাষাকেই করে নাও বরণ।