জাল ফেলেছে – দিনযাপনের চিন্তা
ভাত জুটবে কিনা – কাটবে কেমন দিনটা
তবু ছবির শর্তে ছবি তুলছে কেউ
জানে না এটি সাবজেক্ট নয় – ফেউ।
তবু বারংবার ফেলতে বলা জাল
মনের আনন্দে তুলছে ফটোজেনিক – বড়লোকী চাল
তবু তো ওরা আসে ভালবাসে
ছবি তোলে রৌদ্র আকাশে।
অনেকটা পথ পেরিয়ে আজ ফ্রেম পেয়ে কেউ খুশি
কেউ বলছে শুধুই তুমি।
তবু পেরিয়ে আসা স্মৃতিতে – এই নবাঙ্কুর
চেতনা বড়ই ক্ষণ ভঙ্গুর।
হঠাত্ করেই ছবির ফ্রেমে আসে কবিতা
কেউ ভাবতেই পারে, মুহূর্তের ছবিতা।