চুপ করে থাকাই ভালো,
যত ইচ্ছে আসুক,
সব মুখবন্ধ করে থাকতে হয়
তাহলে কেউ দোষ দিতে পারে না।
হাসি পায়,
যে আমায় দোষ দেয়,
সে কি বুঝেছে, আমি কি বলতে চেয়েছি,
বুঝতে পারেনি-হয়তো।
সবটাই স্বার্থের জন্য করি না।
সবটাই ভালবাসার জন্য করি না।
সময় কিছুটা করিয়ে নেয়।
ধীরে ধীরে রাত হয়, সকাল হয়
কিন্তু আমি যা বলতে চাই
তা কেবল পরিযায়ী পাখি হয়ে
উড়ে যায়--- কেবল তোর জন্য...