ভালবাসা খুঁজতে কোন মন্দির, মসজিদ, মদিনা, চার্চ যেতে হয় নাকি
ভালবাসা, ঐ চলে গেল এক্ষুনি তোমায় দিয়ে ফাঁকি।
ঐ যে একটুকরো চিলতে হাসি,
ঐ যে হাওয়াতে চুলটা উড়ছে- ওটাই ভালবাসি।
খাঁটের উপর শুয়ে আছে রাধা,
ভাবছে কি করছে সে – তবু মেসেজ করতে বাঁধা।
অথবা সেই এখন ব্যস্ত, তাই টেক্সট করছে না।


হয়তো হঠাত্ ছুয়ে দেওয়াটাও ভালবাসা,
তাঁকে দেখে হাসতে পারাও ভালবাসা
চোখের জলটা মুছিয়ে দেওয়ার অনুভূতি
বৃষ্টির ভেঁজা দেহের নাঁচ – মাথাই খারাপ - বাকিটা শ্রুতি।