অনেকটা পথ পেরিয়ে এসেছি
অনেকটা মায়াময় স্বপ্নকে বেঁধেছি,
কিন্তু পেরোতে পাড়লাম না আমাকেই,
ভুল পথে হেঁটেছি, তাই পিছতে হবে
কেউ ভুল পথ দেখালো,
কেউ ঠিক পথে যেতে বলল,
কাউকে মনে হল ফিরে গিয়ে মারবো।
কিন্তু মারতেও পারলাম না।
কেন?
জানি না। কারণ আমি তো পথ হারিয়েছি।


যে পথে আমার জীবন যাপন ছিল,
যে পথে জীবনের অভিনয় ছিল না,
যে পথে মাতৃ চেতনার ঝলনা নেই,
সেই পথ আমি পেরিয়ে এসেছি।
হাতে, মনে কালি মেখেছি।
আর যত্ন নিতে পারি না, নিজের।
মনের যত্ন নেওয়ার রাস্তাটাই খুঁজছি
বলে দিতে পারো, কোথায় গেলে
আমি খুঁজে পাবো আমার মন ভাল করার রাস্তাটা...