বসন্ত মানে যে পলাশ এই বাস্তবটা কোকিলও জানে
বসন্ত মানে যে প্রেম উল্লাস – কে বলে গেল তোমার কানে কানে?
ক্লাসের জানলার বাইরে এই ফুল ফুটলেই কি বসন্ত!
রাঙানো জীবনে মুছে গেলে, আবার এসেছে অনেক হসন্ত।
কত বসন্ত শেষে, রাগের বেশে, প্রেমিক হৃদয় আজও বসে
কত বসন্ত শেষে জীবন গাঙ্গে – গাঙ্গ শালিখ, চিল মেশে...
আবার কত বসন্তে ছোয়াহীন নিঃসঙ্গতা শুধু ব্যক্তিগত
যেমন মহাভারতে ব্যাস দেবের বীজ থেকে ঔরসজাত একশত।
এরপর কেটেছে অনেকটা সময়, আঠারো দিন তো আঠারো বসন্ত নয়
আজও মনে পলাশ, কৃষ্ণরাধার বিরহকেই ভালোবাসা মনে হয়।
কত প্রেম আসে, ভালবাসে, চলে যায়
স্মৃতি-বিস্মৃতিতে কিছু কি দিয়ে যায়?
জানি না, এখন তো সম্পর্ক মানে মেকি
অন্তর আত্মাকে প্রাণময় করে কিভাবে দেখি?
তবু কালো সিল্কের কাপড়েও বসন্ত যখন আসে
ভয় হয়, ক্লান্তির আক্ষেপ শোনা যায়, বাতাসে।
ফুটে থাকার সারিবদ্ধ লাল চেতনার অভিলাষ
আমি তো পূর্ণ, প্রকৃতি চুম্বনের এই নির্যাস।


আরও জীবন্ত হয়ে ওঠে জীবনের আরেকটি ছবি, নির্বিশেষে
           আন্তরিক, স্থির ছবির স্রষ্টাকেই ভালবেসে