অনেকটা পথ হাঁটতে হাঁটতে,
ঘুমিয়ে পড়েছিলাম তোমার কোলে
চোখের পাতায় একটু হাই তুলে
ভেসেছি এই নোনা গন্ধ মাখা ঘামের জলে,
মন তো ভালই ছিল সবুজ বনানীর প্রান্তরে
জীবনী সুন্দর হলো ক্লান্তির শান্ত সাগরে।
ঐ গাঙ্গচিল-শালিখ জানে ঝড় উঠবে
বাঁধ ভাঙ্গবে আর কিছুদিন পরে
চারিদিকেতে ভয় আসছে, নিঝুম অন্ধকারে
কেমন করে ফিরবে তুমি, আমার ঘরে।
আমার ঘরে শান্তি আছে, আছে অনেকটা সকাল
রাত্রি যাপনের শেষে অমৃতকাল,
নীরবধি চলন্ত আবেগ আর অজানা কথা
ব্যথাহীন আলেখ্য, এক নবচেতনার সকাল।