কিছু কিছু সকাল আসে
যখন নিদ্রা ভাঙলেও ঘোর থাকে
মনে হয় কেউ জানো মাথায় হাত রাখে,
একেই কি বলে ভগবান? ভোরের স্বপ্ন।
জানি না।
মনে হয়, বসন্ত এসেছে।
আমের মুকুলের গন্ধ
আমার মাথায় তৈরি করেছে আবেশ,
তাই লাগছে বেশ।
মনে পড়ে যাচ্ছে সেদিনের কথা
ভুল করেছি বলেই বকেছিলে
অভিমান হয়েছিল, বুঝেছিলাম তুমিই আপনজন।
জানি আজ তুমি ভাল নেই,
আমিও মন থেকে দীন, অনেক ঋণ
তবু আমার মনে হচ্ছে, সমস্তটাই ক্ষীণ।
ক্ষীণতর হচ্ছে, আজ।