আজ সুর ধরার সময় নেই,
আজ গান বাঁধার সময় নেই,
করতে হবে অনেক কাজ,
করতে হবে উপার্জনের কাজ।
কত ছিল সুর, কত ছিল গান
জীবনের অন্তরে ছিল কত প্রাণ,
আজ সব হারিয়ে গেল... কোথায়...
জানি না... মানি না...
কত শত কাজের মাঝে
কত শত কাজের ফাঁকে
এগিয়ে চলে জীবনের প্রাণ
এগিয়ে চলে জীবন সম্মোহন
নদী কত বয়ে যায়, আদরে নরম হওয়া নারীর মতন
নদী কত বয়ে যায়, জীবন যন্ত্রণাকে দূর করবে বলে,
তবু আসে না আমার চেতনা,
তবু আসে না আমার যাতনা।
মিটতে চায় না সেই জীবন
মোছা যায় না সেই অনুপ্রেরণা।