স্মৃতির চেতনা ঘিরে অচিন পুরির দেশে
উড়ে যেতে চাই – একাই ভালবেসে।
সুখ যাপন, দিন যাপন – বড়ই অর্বাচিন
চাকরির দিকে যেতে পারিনি – সমীচীন।
তবু অনন্ত চেতনার অভিসার
তবু উড়ে চলার উজানে-আধার
বলতে চাওয়া – না বলা কথা
বেদনা অশ্রু – থাকুক না ব্যথা।
হবে না, হতে পারে না কোন স্বপ্নপূরণ,
জীবনটা তো প্রকৃতির কাছেই হৃদয়হরণ।
সুখ-অসুখের এক তীব্র ভাবনা
চলতে থাকার নতুন অনুপ্রেরণা
তবু থেকে যায় অনেক প্রশ্ন অসম্পূর্ণ
ইচ্ছে স্বপ্নগুলো-এ জীবনেই করব পূর্ণ।