অনেক দিন মনে হয়, আর কবিতা আসবে না
বদলে যাওয়া স্বপ্ন আর আসবে না,
কেউ হয়তো ভালবাসবে না।
সে সব লেখা তো আমার ঢেউ তোলা চিলের আস্তানা।
জোকারের হাতে তাই রাজনীতির লোভ দেখানো দস্তানা।
নতুন নতুন চাল দিচ্ছে জীবন, সাদা কালো ছকে
আজ আর কেউ বসে না উত্তরের রকে,
নিজের অজান্তে কেমন যেন বদলে যেতে থাকে সময়।
কালের ধুলোবালিতে কেমন যেন বদলে যায় ঋতুর মতো
অখ্যাত কবির না-কবিতাগুলো এভাবে অচেনা স্টেশন ছাড়ে।
কেউ কি আমার বই কিনবে?
কিনবে কেউ আমার লেখা...
লেখা আজ মনের নয়,
পেটের তাগিদে লিখছে কবিরা।
তাই কি কবিতার দর নেই।


ভুল, ভুল।
সিস্টেমটা বদলেছে।
সমাজের বিকিকিনি অন্যরকম।
অন্যরকম সমাজের মান্যতা।
তাই মন থেকে কেউই লিখতে পারছি না।
লিখতে পারছি না মন ছুঁয়ে যাওয়া সুর,
তাই, অসুর আদর্শ আজ বাস্তব।
বদলে যায় সাহিত্য সৃষ্টির অমরত্ব।


তবু, প্রতি বছর বেস্ট সেলার হবে
প্রতি দিন লেখক আরও বড় হবে,
কিন্তু মনে রাখার মতো সেই কবিতাগুচ্ছ
আর সৃষ্টি হবে না।
প্রকৃতি আর পুরুষের তাই সেই অমরত্ব রক্ষিত হয় না।
নতুন সৃষ্টি তাই অন্তরের গভীরে ভাবতে থাকবে
নতুন দিনের গান।
কবিতা তাই মানবিকতা হারিয়ে
খুঁজে চলেছে ডিজিট্যাল স্কেল।
কবি তাই আধুনিকতার শেষে জেনারশন আলফা...
গ্রাম্যতাহীন এক ইতিহাস।