অনেকটা পথ ঘুরেছি,
তাই আবার হাঁটতে হাঁটতে ফিরেছি সেই ফুটপাথে।
হেঁটেছিলাম একদিন।
সাক্ষী ছিল না গাঙ্গ শালিখ, শঙ্খ চিল
তবু শহুরে ধুলোর দূষণে আজ মুখ ঢেকেছে দুজনের স্মৃতিতে।
হয়তো তুমি ভাবছো বসে আমার কথা,
হয়তো ভুলেছো সবটাই,
আনন্দ উচ্ছ্বল সেই জীবন।
তবু চলতে থাকা জীবনের লিংকটা রয়ে যায়।
শূন্যতা, হেরে যাওয়া এসব শব্দ নকল,
আসল শব্দ হল আত্মার মিলন।


এ জন্মে যা আর কারওর সাথেই হবে না – তুমি ছাড়া।