তোমার হাঁটাচলা দেখলে
পিছন থেকে
দেখলে মনটা মাদকতায় ভরে যায়।
মরুভূমির মাঝেও ওয়েশিস।
আসলে আমি তো জীবনে কিছু পাব না,
তাই ধীরে ধীরে
মাদকতায় মেতে উঠছি।
শিহরিত হচ্ছে – তবু জানি আমি তো অযোগ্য।
অকর্মণ্য এক অস্তিত্ব।
এই জীবনের সামনে, জীবনের কাছে।
তবু পিছন থেকে তোমায় দেখব।
কারণ তুমি তো ফিরে তাকাবে না - আমার দিকে।

আমি বন্ধুত্ব বুঝতে পারিনি,
সবটাই চুড়ান্ত ভালবাসা ভেবেছি।
সেটা ভাবাও ভুল।
আসলে একটা অনুভূতি কাজ করছে
ঠিক যে অনুভূতি আজও তোমার আছে
আমার জন্য...