কালবৈশাখী দেখে যখন আমার মনে রোমান্টিকতা
হরমোনে শিহরণ জাগে, তখন তোমার বেহিসাবী মানসিকতা
ধ্বংস করেছে আমার প্রকৃতির চেতনাকে।
সৌন্দর্য্যের ভয়াবহ রূপ দেখে শিহরিত হতে হয়।
ভেঙে খান খান হয়ে যায় বেনামী-কুনামী-বিখ্যাত বাসভূমি।
ঝড় শুধু শস্য ক্ষেত নয়, ক্ষতি করে প্রাণে।
নৌকার মাঝে প্রাণ যায় অনেকের।
এই ভয়াবহতা কেন এত তীব্র হচ্ছে.....


উত্তর খুঁজতে সময় লাগে না।
আমরাই জানি উত্তর আমরাই।
কারণ
আমরাই উন্নতির শিখরে পৌঁছাতে
ধ্বংস করেছি, আমাদের সুন্দর বেঁচে থাকা।


নিজের প্রেমকে নষ্ট করেছি দুহাতে এভাবেই....