ফিরে পেতে চাই
ফিরে পাই-আনন্দ জাগে।
কিন্তু এই আনন্দ সদ্য জাত জন্মের আনন্দ
ফিরিয়ে দিতে পারে।


আমরা বস্তুর প্রতি আবেগ প্রবণ
জন্মের সমস্ত বন্ধন আজ শোকাহত।
ধিক্কার জানায় আমার মানসে
মানুষ হিসাবে আমি নিকৃষ্ট
মরণ ভালো তবু
রোজ মরেও বাঁচি।
আরও
পাওয়ার স্বপ্ন দেখি
আরও অনেক বেশি-অনেক খুশি।


কষ্টটা কোথায় আটকায় জানি না
জানি শুধু অমৃতলোক
আর আমার দূরত্ব বিপরীত আলোকবর্ষ।
আচ্ছা এতো বিষ যদি দিলে
মানুষ করলে কেন এই আত্মাকে
কেন জড় পাহাড় বানালে না!
হাসতে থাকা নাবিক সমুদ্রে কূল পায়।
রাজা তার গদি হারায়
পাখি বাসা, প্রেমিক প্রেম
তবু দর্শনতত্ত্ব বলে আবার আসবে...
ফিরে পাবে সময়
তার উচিত উত্তর
কেউ মানুষ হবে – শিক্ষার নজিরে
কেউ মানুষ হবে – জীবনের নজিরে
আসবে ফিরে সবাই
চির আনন্দে
নতুন পৃথিবীর জেন এক্স।