গ্রামীণ মেঠো পথ আর তোমার এলো চুলে
যে মিষ্ট মিল আমি খুঁজে পাই,
শহুরে বুক ভরা আনন্দে বাস্তব চোখের মণিতে
তোমার কলকাকলিময় হাসিতে
তার ক্ষুদ্র কণা পেলে
আমি ধন্য হতাম।

হারিয়ে যাওয়া স্বপ্ন
হারিয়ে যাওয়া নারী,
কলস ভর্তি জল
জলে পরিপূর্ণ তার স্নেহ,
আদরে ভরা মসৃণ স্নিগ্ধ চেতনা,
চেতনার শেষে স্থবির জীবন
জীবনের ঐশ্বর্য।
সব কেমন মিলেমিশে একাকার হয়,
যখন তুমি রাগ কর,
আমায় আমার সৃষ্টি আদিম তোমাকে
দূরে ফেলে দাও।
ঠিক ছন্দহীন কবিতার মতন
ঠিক গন্ধ স্বাদহীন আমার জীবনের যতন।

এভাবে বন্ধুত্ব গাঢ় আহুতি, আহুতির
দুঃখ কলস, কলসের ইচ্ছে আকাঙ্খা
হবে পরিস্ফুট দুজনের চোখে দুজনের ভালবাসায়।