অনেকটা যুদ্ধ এড়িয়ে এসেছি মাতৃ জঠর পেরিয়ে
সেই গ্রামও আজ শহর, মেট্রোপলিটনে আছি তা এড়িয়ে।
একটা বিপ্লব, একটা বেঁচে থাকা, একটা সুহৃদ শান্তি
আজ আর করতে হয় না আমায় এগারো ঘন্টার ক্লান্তি।


ভাবনা পেরিয়ে যে লক্ষণগুলি শুধুমাত্র লক্ষণ নয়,
অলসতায় ঘেরা ধূমপান শহরে চেতনালোকের ক্ষয়।
তবু আমার খাদি পাঞ্জাবীর আরাম পোস্ত বাটা
এতটা সিড়ি বেয়ে এলেও মফস্বলরে চিহ্ন আটা...


একসাথে তাই রিক্সাতে উঠি, এক সাথে তাই ট্রেন
বাংলা পেশার অর্থ রোজগারে হয়রানি, মেধাবী ব্রেন,
পরিপূরক হতে চাই, অর্ধ, পূর্ণ তিথি পেরিয়ে
ভাসব ভাটিয়ালী, সারি, টুসু, নামগান জড়িয়ে...


আধো মায়া প্রদীপ আলোয় মায়ের আরতি মুখ
শহুরে দূষণ উন্নতির চিরকালীন অলৌকিক সুখ...