আমার কবিতায় ছন্দ নেই, তাই ব্রাত্য রবি ঠাকুরের কাছে
এ যুগে আসেননি তাই, আধুনিক কাদায় ভয় পেতেন পাছে,
সে তো যুগান্তরের কথা, নস্টাল-আজ হতে শতবর্ষ পরে...
এখনও তো চা শিশু শ্রমিকও প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন গড়ে!

সামাজিক পরিকাঠামোয় স্বচ্ছ ধাঁধা, রবি ঠাকুর আর যাই হোক
আমার কাছে ঠাকুর নয়, আরও অনেক বেশি–অন্তহীন শোক...
কারণ মৃত্যু ও রবিলেখার শান্তি নিশ্চিত, বাকি সব অনিশ্চিত
তবু ২৫ বৈশাখের লাফালাফি কি শুধুই স্মরণ? কবিই বিস্মিত!

সত্য চেতনায় কবিগুরুর সাথে কবির কথোপকথন জরুরি
ঠাকুরের মতো পুজো করায় নেই কোন বাঙালির বাহাদুরি,
ক্লেশাক্ত কান্নায় ভিজে যায় রোজ খেঁটে আনা মানুষের অন্ন
ঐ শ্রমজীবীর মধ্যে নেই রবীন্দ্র, গবেষক খোজো তন্ন তন্ন।

রবিন্দ্রচেতনা আতস্থ আত্তীকরণে, বিশ্বচেতনায় মিশুক পরিবেশ
নিজের মস্তিস্ক পরম্পরায় বাঁচুক রবীন্দ্র ম্যাজিকের মননশীল প্রদেশ...