বন্ধ মনের দরজা, সাংবাদিকতার তর্জা
হাসছে মানুষ, পাখি-ফুল-গাছ-মাঠ-রোদ
কে করেছে কার সাথে এই মহা ডামাডোলের জোট
জানি না, কারণ জানার কিছু নেই।


তবু আসছে চরিত্র স্রোত, বিনোদিনীর স্রষ্টা
আজও সাংস্কৃতিক চাপে নারীরাই লগ্নভ্রষ্টা।
অনেক শতক আগেও বাঁচাতে পারেনি কাদম্বরীকে
সমাজকে বোঝাতে পারেনি, প্রহসন শুধুই নারীকে...


ওরাও তো ঘুরে দাড়ায়, ওনারাও তো সামাজিক তন্ত্র
পুরুষ শুধু ব্যবহার করছে, আজও কষ্ট সহ্যের যন্ত্র।
রবি ঠাকুর থাকলে আজ রক্তকরবীর যাতাকল পালটাতো
ঝাঁসির রানীরা মাতঙ্গিনীর পথ ধরে রবিচেতনা দেখাতো...


কল্পসুখে সুখী হয়ে বাঙলিয়ানা, বাজালো হারমোনিয়াম রিড
কোথায় তাদের হারিয়েছে কবিজীবী সমাজ পাল্টানোর জিদ!