আকাশযানে যাচ্ছে উড়ে চেতনা দহন আত্মার রাইকিশোরী,
মানুষের পুরস্কার অনেক বেশি দামি, মানবতার পূজারী।
স্নেহময়ী আলিঙ্গন তো স্বপ্নের মতো তোমার প্রচার
তোমার লেখার গুণে চিরন্তন ভাবনা, নতুন মহিলা আচার।


প্রতিবাদটাও প্রসন্নতা, স্নিগ্ধতায় ভরা চেতনা চাদর
সত্যিই মিস করব মিতিন মাসীর শক্তিদায়ী আদর।
অনেক কিছুর শিক্ষা যা সমাজ সাদাকালো ইতিহাসে
তোমার উপন্যাস কলমে তা অভিজ্ঞতাবৃক্ষ, মুখটাই ভাসে...


নীরবতার এক সম্পর্ক ছিল আগেও, পরবর্তীতেও থাকবে
আবিষ্কার হওয়া অবিরাম তাড়না, কাঁচের দেওয়ালে লাগবে।
অস্তিত্ব রক্ত মাংসের চরিত্র হয়ে ওঠা চেতনা তোমার লেখা
তোমার মধ্যে দিয়েই বাংলার উত্তর আধুনিকতার আকাশ দেখা।


ছোট থেকে বড় হওয়া, সাদাকে সাদা বলতে শেখা তোমার হাত ধরে
তুমি আছো এখনও, হাস্যময়ী আদর চোখে -- পাঠকের মনের ঘরে।