অশ্বথবটের ঝুড়িতে ভালবাসার স্নেহশীলতা নামছে
নদী পাড় ধরে তোমার কোমড়, স্তন, চিবুক ঘামছে,
দূষণ করেই চলেছি নদীর জলে, জেনে শুনেই পাপ
তাহলে কি শিক্ষিত বাঙালি, সত্যিই ভীষণ খারাপ!


তা হবে কেন, ঘরের শোকেসে সাজানো রবীন্দ্ররচনাবলী,
উইপোঁকা পড়লেও, বামুনের মতো সামাজিক গলায় চেলী,
বাঙালির স্ট্যাটাসের এক নতুন ঠিকানা, কেউ বোঝে না
তাই পচিশে পাড়াফাংশানে নেতানেত্রীর উদ্বোধনও কমে না।


ঐ বুড়ো মতো ঠাকুরটাকে আজও ভাঙ্গিয়ে খাচ্ছে কত প্রজন্ম
সৃষ্টিশীলতার নব উদ্ভাবনময়তা আইকন দেখেনি এই জন্ম।
ওঁনাকে যতদিন মানুষ হিসাবে না বুঝবে, ততদিন সাহিত্য অন্ধ
চাবি তালা দিয়ে উত্তরনের সাহিত্য আন্দোলনের শিড়দাড়াই বন্ধ।

সকলের শুধু গাঁ বাঁচিয়ে চলাই লক্ষ্য, আহাম্মকের চালাকি
সকলের শুধু ভাবনাহীন নাকানি চোবানি, উল্লাসের দেমাকি।