প্রখর রোদের হলুদ পেচ্ছাব জ্বালা অনুভব করেছো,
কখনও কি তাও নারী অবহেলায় সামাজিক হয়ে মেরেছো!
নিজেরটুকুই চেপে রাখতে রাখতে মরেই গেছো তুমি
ঘেন্না করে এটাই তোমাদের গ্রেট জন্মভূমি।


মেরুদন্ডহীন, খবর শুনেই খবর জটলা করো
যেখানে সেখানে আজও প্রতিদিন কেরানি হয়ে মরো...
এখনও তাই সরকারী কাজে লাইন দিয়ে থাকো
সচল যন্ত্রগুলো সরানো কোণে, এ কোন বাংলা গো।


যান্ত্রিক হয়ে আধুনিকতার ট্যাব, স্মার্টফোন আছে অনেক
সব কটা অ্যাপ কি ব্যবহার করতে জানে ক্ষণেক!
কি চায় কবিতার ভাষায় তাও জানে না, পড়তে হয় তাই...
এসব দেখে না কবি, মরে যাই মরে যাই।


তবুও আজ আবার সাবধান করি কুকুরকে, বলি রাজনীতি করো না
করের টাকায় ফুটুনি করে প্রকল্প প্রকাশ করে গরীবকে ভুলো না