সোনালী রোদ্দুর বদলেছে তীব্র আলোয়
স্মৃতিগুলো চলে গেছে ভেসে ভীষণ ভালোয়...


হাঁটছি একা, দিগন্তরেখা ধরে একলাই একা
কেউ থাকে না পাশে, দুই শালিখের মতো দোকা।
যারা আসে, যারা থাকে, যারা চলে যায় দূরে
যারা যায়, চলে যায়, মহাকালের পথ ঘুরে।


আমি হাঁটতে থাকি একা নিঝুম সন্ধ্যায় অচেনা চেনায়
সম্পর্কগুলো জোড়া লেগে যায়, আমার সাথে ধোয়ায়...
আমিও হাঁটছি, সেও হাঁটছে আর হাঁটবে পাঠক
যা কিছু পাবে লুটেপুটে খাবে, সবটাই কি নাটক!
নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করতে শেখো,
যারা রাজনীতি করে পুরস্কার সাহিত্য নয়, তাদেরও দেখো।


শুধুই যদি রঙের খোঁজে ছুটে যাও পুরস্কারের খোঁজে
তুমিও যাবে মহাকাল পথে দুর্বৃত্তের সাথে মোজে...