জলের মধ্যে চিত সাতার আর বেড়িয়ে রয়েছে মুখ
পৃথিবী ব্রহ্ম শব্দ আর জলের ঝলাৎঝল এ এক অনন্য সুখ।
মনে পড়ে যায় মাদুগ্গাকেও ভাসান দিলেও এভাবেই জলে ভাসেন
কৈলাস থেকে নীলকন্ঠরূপী মহাদেব কি তাকে নিতে আসেন?
তাহলে জড় ও জীবের মধ্যে পার্থক্যটা কোথায় রয়েছে ফাঁক
আজ সুখের দিনে গুরু গম্ভীর কথাগুলো তোলা থাক।


একটু আনন্দ করি, আর করি শত গান, প্রেম নিবেদন
একটু ভেসে যাই, আর ভেসে থাকি চেতনায় চিরন্তন।
শত শত সাম্রাজ্য সুখ আর শত শত ভালবাসার আচার
কিভাবে করতে হয় নিজ সুখ, জানি না সে প্রচার।
তবু জানি এই নোনা জীবনের ফেনিল জল সত্যই মনোগ্রাহী
চেতনায় আসে প্রেম, আসে স্নিগ্ধ গন্ধের মশলা জীবন শাহী।


হিসেব না করতে পারা জীবনের জীবন্ত সব কলরব
অবসর চায় জীবন, আর চায় জীবন ভালবাসার গৌরব...