ফিরতি পথের কোন কথায়
যদিওবা
স্মৃতি হয়ে যায় ল্যান্ডমার্ক
কেউ ধরতে পারে না
তাদের ভয়ে সমুদ্র গভীরে ঘুরছে শার্ক।
কত টানাপোড়েন, কত অভিসন্ধি
তবু কাঁপছে বিশ্ব ব্রহ্মান্ড
কত মৃত্যু, বারংবার কম্পনে দুলছে সবাই,
কি কান্ড, কি অবাক কান্ড।


বালির গভীরে আত্মারূপী ছোট ঝিনুকের হাঁসি, জোড়া ঝিনুকের মতন
আমি ভালবাসি।
পরে থাকা শঙ্খ আর নুড়ির মতন জীবন,
আমি ভালবাসি।
আর ভালবাসি ভালবাসতে, অনন্ত, চিরন্তন... এভাবেই বাকিটা কাল
বাকিটা জীবন, নিশব্দে... কবিতার পাতায়
চিঠি নয়... কবিতার ভাবনায়, কবিতার খাতায়।