আমি যে সুখযাপনের পাখি, চেতনার পরিভাষা
আমার মনে জমে আছে ভবিষ্যতের অনন্ত প্রত্যাশা।
ফুলের মতন স্নিগ্ধ আলোকে, আলোকবর্ষ পার
নীলকন্ঠ পাখির মতন মাছরাঙা বেশে ইউরিয়া সার...


মিলন্তি দিয়ে কবিতা না এলে পড়েও বুঝিনা কিছু
মিনি বিড়ালটা ভাবুক প্রাণে কেন আসে পিছু পিছু,
কোথায় উড়ে চলেছে এতো চাপে ভরা জীবনের রসদ
নোংরা জমেছে সংসারে, জানান দেয় সকাল বাঁশি নগদ।


রাতের আকাশে দেখা যায় না আর তারার মেলা
শহরের বুকে চলছে নানারকম ব্যালেন্সের খেলা।
উড়ে চলে বক, উড়ে চলে শালিখ, চড়াই, টিয়ার দল
অচেনা শহরে আজও শিশু হাসি, আমার একমাত্র বল।


পড়তে চাই, পড়াতে চাই, আর চাই স্নিগ্ধ অচিন বাস
জীবন সার্কাসে পূর্ণ হোক মাতৃত্বের অমর ক্যানভাস....