মানুষ রসদ পেলে ছুটে যায়,
আশা ভরসার দিকে,
মানুষ ভালবাসা পেলে ভাবতে পারে
এই ধরিত্রী ফিকে।


মানুষ তো ভাবতেই পারে,
মানুষই তো ভাববে,
মানুষ তো নতুন করে-নতুন নতুন গড়বে।
তাই স্বপ্নে ভেসে চলাই হোক প্রিয় আরাধ্য
স্বপ্ন প্রেমের রোমাঞ্চ কারবে – কার সাধ্য!


তবু সব দেশেতেই স্বপ্ন ভাঙে, সরকার উদাসীন
প্রাচ্য শহরের প্রেম করলেও প্রকাশ্যে চুমু অশালীন।
তবু তো টিকটিকি, কুকুর, বিড়াল, মাকড়শা, আড়শোলা
যখন টিভিতেও হাতি, সিংহ, বাঘ, সাপ
মিলন ক্রিয়ায় মত্ত।
কেউ তখন খোঁজে না কোনরকম শর্ত।
হাসতে থাকা অর্বাচীনের এই ভাবনাই প্রকট ক্যানভাস
চুমু ছাড়া ভালবাসায় মেলে না কোনও আশ্বাস।