আমার ধুলিমাখা খাদ্য খাদকতা
সমস্তই মিশেছে সহজ ভুল ব্যর্থতার সমীকরণে
আর আমার মুহূর্ত স্বপ্ন বিলাসিতা
আছে কেবল আমারই মনের সন্তর্পণে।
কারণ, সে ইচ্ছে সত্যতার নয়
সে প্রেরণা কিছুটা যে ভাবুক কবিত্বের
তাই ধুলোমাখা জটাধারী আমি
কেবল হতাশ হয়ে যাই।
সফলতার কিছু পূর্বে
গোল পৃথিবীর ঘুরন্ত অক্ষে
আমার সম্মুখে
কেবল আমারই লজ্জা।


যখন ভেবে নিলাম স্বপ্ন দেখা বন্ধ হবে আজ
হতাশার জীবনে ছিল না কোন কাজ
সেদিন রাতে স্নিগ্ধ চাক্ষুস স্মৃতি এলো।
বলে গেল তোমার জন্য শৈশবে, বৈভবে
বিস্তৃত সীমাভূমির আদিমতার সফল
সার্থক কামনায়
রাজন তাই উঠে বসো
দিক-চিহ্নিত সহস্র চেতনায় জাগো মরুপ্রান্তরে
প্রচুর অসহায় অপেক্ষায় কেবল তোমারই জন্য...


সত্যিই স্বপ্ন শেষের স্বপ্ন, আমার ব্যর্থতার পাগলামো
আমার অসহায় মুহূর্তের স্মৃতি বিজরিত প্রাণময়তাকে
মনে করিয়ে দিয়ে যায়, বার বার
বৃষ্টি ভেজা দোপাটির আনন্দে, গোলাপের মুক্তি আসরে
দোদুল্যমান উত্তাপ নিরাময় বর্ষণ সন্ধ্যার অনবদ্য রিলিফ-এ


ধুলো-জটা-ব্যর্থতা-স্বপ্ন হারা
পরশ লগ্নে বৃষ্টির মেঘ খুঁজে পায়
নব স্নিগ্ধতায় অন্য হতাশার রচনা কবিত্ব অনাদরকে
কিছুটা রক্ষা করবার অভিপ্রায়
কিসের কি থেকে ভালো আছির মেটামরফসিস-এ
নবজাতকের ইনকিউবিটার কান্নাকে ধরে
নতুন সৃষ্টি আবিষ্কারে
রামধনু সফলতাকে
কৃষ্ণ উত্সাহকে রাজনৈতিক প্রেরণায় অর্জুন চাহিদা সাফল্যে
এক প্রবল উদ্যোগ।


.............
সবাই হবে হতাশার শেষে হাসির বাণী
ব্যর্থতাই সফলতার চাবিকাঠি
কিন্তু তখন আর গুরু দ্রোণাচার্য, শিষ্য একলব্য নয়
কেবল বড়ে পেশাদারি সুখময়তাকে চিন্তে হয়
এবং, চেনার বিষয় নিজের কাজের উপযোগিতার
উপযুক্ত পুরুষ ও সাম্যতার প্রস্ফুটিত সংকল্প।