অন্ধকার প্রকাশের আত্মা স্বপ্রকাশিত আলোক
দূরে দাড়িয়ে আমার ছন্দবদ্ধতার শান্তি পালক।
বিংশ-একবিংশ শতকের টানাপোড়েন রক্তচক্ষু
হিসাবহীন লালসা লালায় মাকড়শা জাল বুভুক্ষু...


ধরা পড়ে যাবে ছন্দ, ধরা পড়তেই পারে তারা
কে দেবে আমার জীবনে গোলাপ কাটার সাড়া,
উড়ছে শকুন চিলের শেষ প্রজন্ম, দূষণ মৃত্যু আজ
আমার তো বাকি আছে কবিতা পড়ার অনন্ত কাজ।


কেউ বোঝে না, কেউ বোঝে নি, মনযাপনের কয়েদি
ব্যক্তি রবিকে টেনে এনে শিক্ষা-পবিত্রতা লাঞ্ছিত বৌদি...
বাঙালি কি পায়, কেচ্ছা বানিয়ে, রবি সমালোচনা করে
বাঙালি তো সব হারাবে এভাবে ধ্বংস ভূমিকম্পের পরে।


থাকব না আমরা তবু কবি বাঁচবে হৃদয়ে রবি হয়ে
কবিগুরুর অনুরণন ছড়িয়ে পড়বে জীবন্ত সব গ্রহে...


অক্ষরবৃত্ত ছন্দ ধারা (চতুর্দশপদী)