তিন বছর পড়তে পারিনি, যুদ্ধজীব লড়াই করেছি রোজ,
তিন বছর ফেরত পেলে পেতাম এগিয়ে যাওয়ার খোঁজ।
আচ্ছা এই তিন বছরে ভালবাসতে, সিগারেট খেতে আমি
ভুলেছি কি কিছু দিনযাপন, তাহলে কেন অজুহাত, অন্তর্যামী!


সময় যত বিদ্ধ করেছে, ততোধিক ঋদ্ধ হয়েছি আমি
রক্তচক্ষুর আড়ালে বাথরুমে কেঁদে বালতী মগে নামি।
আজও তাই চব্বিশ ঘন্টাকে করতে চাই আটচল্লিশ
এখন সংসারযাপনে শুনতে ভাললাগে শিশু কন্ঠের নালিশ।


সমাজ আসলে খুবই অসুস্থ, জানে না কি করলে মুক্তি
আমি তাই জীবনে করেছি ভাললাগাটুকুই অর্ন্তভুক্তি।
বেড়াজাল থেকে রেখাপাত, অজস্র এক সম্ভাবনার স্তর
আমার মধ্যেও শহুরে মুখোশ রাজনীতি না করুক ভর।


নীরব-সরব সব কিছুতেই ভেসে চলা বাস্তবতা বুনিয়াদি
আমিও আজ থেকে মফস্বলের ধুলো ঝেড়ে শহরে প্রতিবাদি...