গাছের তলার বসে আছি, গাইছে গান গাছ
গাছের তলায় ঘুমিয়ে পড়ি, হয়েছে দেহস্নান।
আত্মিক এক প্রকাশে সবুজও আনন্দিত
আত্মিক এক মায়ায় সবুজও আজ জীবিত।
গাছেরও আছে প্রাণ, গাছেরও আছে যৌনতা
যতই বীর্য ঝড়ুক, ত্যাগই ভালবাসা, মৌনতা।


সবুজের দেশে আজও তাই অপরূপ এক সুখ
প্রকৃতির কোলে শুয়ে থাকা স্তন আর চিবুক...
রেখে আশা যত স্মৃতি, ফেলে আশা যত ছায়া
সেই সবুজ চিহ্নে দাড়ালে, মিটে যায় সে মায়া।
বারংবার ভাবতে ইচ্ছে করে, আবার সবুজ হয়ে
আমি যেন বাঁচতে শিখি, না যেন যাই স্রোতে বয়ে...


গাছের গুড়িতে এখনও তাই উইকেট আঁকা আছে
খেলার মাঠের সে সব ঋণ তো সবুজেই রয়ে গেছে...