ঘটা করে লাগানো হবে গাছ,
কত বাদ্যি বাজবে...
তারপর কি হবে কেউ জানে না,
আমি হয়তো সবুজের দেশে যাব
তবে হাতে
সবুজের কঙ্কাল নিয়ে..


কেউ আছো যে কবর দিতে জানে...
আসলে আমরা ধ্বংস করতেই এসেছি...
সবুজ! সে ভেবে আমার লাভ নেই
তাই আমি আজ
কাঁদব ... তাও তো সবুজ এক ফোঁটা জলবিন্দু পাবে...


যা অতি প্রয়োজনীয়, যা দরকার
তা হারিয়ে যাচ্ছে...
তা সবুজের দেশ থেকে চুরি করছে
অহেতুক
কদিনের বেঁচে থাকায়, সুখী হবে বলে
যাওয়ার আগে তো কিছু নিয়ে যাবে না...
তাহলে সবুজ বাঁচাতে কিসের অসুবিধা
সবুজ লাগালে, বাঁচালে কি সম্মান কমে যায়!


ঐ গাছ ছিল বলেই তোমার এই অহংকার
ভুলে যেও না, এসব সবুজের কথা


তাহলে, ভূত হয়ে সবুজেই আশ্রয় নিতে হবে...