আমি পৌছাতেই পারলাম না সবুজের দেশে...
অনেক ছুটেছি... পায়ে ধরেছি, চেঁচিয়েছি.. মেরো না সবুজকে
সবুজ আমাদের প্রাণ আমাদের অস্তিত্ব।
দেখতে পেলাম তা ধন্যধান্যেপুষ্পে ভরার বেশে,
যখন এলাম চারিদিকে ফ্ল্যাট, অত্যাধুনিকতার লড়াই
হিংসে... প্রচন্ড।
তাই নীরব থাকাই ভাল।
নীরবে এক এক করে সবুজ বাগান গড়ছি...


তোমরাও মনের জানলা খুলে দাও
দেখতে পাবে...
চাকরি, টাকা, সার্টিফিকেট, স্ট্যাটাস ছেড়ে ফেলে
একটু প্রকৃতির দিকে তাকাও
সবুজের দেশে তোমরাও পৌছাবে... সত্য সুখও পাবে
নিবিড়তার উষ্মায়,